মালদা

সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন অংশ জুরে পালিত হল কন্যাশ্রী দিবস উদযাপন

কন্যাশ্রী এখন বিশ্বশ্রী। সারা রাজ্যর পাশাপাশি এদিন মালদা জেলাতেও করা হল কন্যাশ্রী দিবস উদযাপন। এদিন মালদার বহু স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে আজ বৃন্দাবনি ময়দান থেকে একটি র‍্যালি বের করে শহর পরিক্রমা করে। কন্যাশ্রী দিবস উদযাপন উপলক্ষে আজ মালদা কলেজ অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস সহ জেলার অন্যান্য কর্তাব্যাক্তিরা। আজ মালদা কলেজ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যে সমস্ত ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের জন্য কবিতা লিখেছেন তাদের মধ্যে সর্ব শ্রেষ্ঠ কবিতা লেখা ছাত্রীকে পুরুস্কার দেওয়া হয়।

            পাশাপাশি আজ পুরাতন মালদার গৌড় মহা বিদ্যালয়ে সদর মহকুমা শাসকের উদ্যোগে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন SDO সিয়ান এন, পুরাতন মালদার চেয়ারম্যান কার্তিক ঘোষ, শক্তিপদ পাত্র, বহু ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা। নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। এবং পুরাতন মালদা নারায়ণপুর কমিউনিটি হলে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। এতে অংশ নেয় ৮ টি গ্রামের ছাত্রীরা।

            এর পাশাপাশি এদিন কালিয়াচক ১নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে কালিয়াচকের নজরুল ভবনে কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন কালিয়াচক ১নম্বর ব্লকের বিডিও কুন্তল ঘোষ, জয়েন্ট বিডিও তাপস কুমার রায়, স্কুল এস আই সহ ৩৬ টি স্কুলের ছাত্র ছাত্রী।সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ গানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।

            অন্যদিকে গাজোলেও এদিন কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়।অন্নদা শঙ্কর সদনে আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালি বিশ্বাস, সমাজ সেবী রঞ্জিত বিশ্বাস, মালদা জেলার কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বে থাকা বিশিষ্ট সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, বহু স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকেই। এদিন একটি র‍্যালি বের করা হয়। এতে অংশ নেয় স্কুলের ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এরপর গাজোলের হয়।অন্নদা শঙ্কর সদনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  

এদিন মালদার বামনগোলা ব্লকের বিডিও অফিসে আজ কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়। ব্লকের MSK ও কলেজ সহ ২৯ টি বিদ্যালয়ের ছাত্রীরা নাচ, গান, আবৃতি, নাটক পরিবেশন করে। বহু ছাত্র ছাত্রীর অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুদিরাম প্রামানিক, জয়েন্ট বিডিও সঞ্জিত কুমার মৃধা। তিনি জানান, মেয়েদের বাল্য বিবাহ রধ করা, সকলকে বিদ্যালয় মুখি করা এটাই উদ্দেশ্য কন্যাশ্রী প্রকল্পের।